গতমাসে টেলিকম কোম্পানিগুলো জানিয়েছিল যে তারা তাদের প্ল্যানের দাম বাড়াতে চলেছে। সেইমতো ৩ ডিসেম্বর থেকে নতুন প্ল্যান নিয়ে এসেছে ভোডাফোন ও এয়ারটেল। তারা প্রায় ৪২ শতাংশ বেশি দামে প্ল্যান উপলব্ধ করেছে। ভোডাফোন, এয়ারটেল নতুন প্ল্যান আনার পর জিও ও ৪ ডিসেম্বরে নতুন প্ল্যান ঘোষণা করে যা ৬ ডিসেম্বর থেকে কার্যকরী হয় । এরপর ভোডাফোন ও এয়ারটেল গ্রাহকদের জানিয়ে দেয়, FUP লিমিট তুলে দিয়ে তারা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের পরিষেবা দেবে।
এদিকে ভোডাফোন-এয়ারটেল সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের ঘোষণার পর রিলায়েন্স জিও গ্রাহকরাও আশা করছিলো তাদের কোম্পানিও একই সুবিধা দেবে। যদিও এই আশায় জল ঢেলে দিয়েছে রিলায়েন্স জিও। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে সাধারণ মানুষের জন্য তাদের প্ল্যানই সবচেয়ে সস্তা। তারা জানিয়েছে অন্য কোম্পানির তুলনায় তাদের প্ল্যানের মূল্য ২৫ শতাংশ কম রাখা হয়েছে।
প্রসঙ্গত সমস্ত কিছু আনলিমিটেড পরিষেবা দেওয়া কোম্পানি হঠাৎ ই ৯ ডিসেম্বর ঘোষণা করে যে এবার থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত চার্জ নেওয়া হবে। ইন্টারকানেক্ট ইউজেজ চার্জ হিসাবে প্রতি মিনিটে ৬ পয়সা নেওয়া হবে জানানো হয়। এরপর কোম্পানি অল ইন ওয়ান প্ল্যান নিয়ে আসে। আসুন দেখে নিই নতুন অল ইন ওয়ান প্ল্যানে কোম্পানি কি সুবিধা দিচ্ছে।
১ মাস ভ্যালিডিটির প্ল্যান :
Reliance Jio ২৮ দিনের ভ্যালিডিটি সহ তিনটি প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানগুলো হলো ১৯৯ টাকা, ২৪৯ টাকা এবং ৩৪৯ টাকা। এই প্ল্যানগুলোতে যথাক্রমে রোজ ১.৫ জিবি, ২ জিবি, ৩ জিবি ডেটা পাওয়া যাবে। এরসাথে জিও থেকে জিও আনলিমিটেড কল এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে কলের জন্য ১,০০০ মিনিট পাওয়া যাবে।
২ মাস ভ্যালিডিটির প্ল্যান :
৫৬ দিনের ভ্যালিডিটি সহ জিও ৩৯৯ টাকা এবং ৪৪৪ টাকার দুটো প্ল্যান নিয়ে এসেছে। এই দুই প্ল্যানে যথাক্রমে রোজ ১.৫ জিবি এবং ২ জিবি ডেটা দেওয়া হবে। এরসাথে জিও থেকে জিও আনলিমিটেড কল এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে কলের জন্য ২,০০০ মিনিট পাওয়া যাবে।
৩ মাস ভ্যালিডিটি প্ল্যান :
জিও ৮৪ দিনের বৈধতা সহ ৫৫৫ টাকা ও ৫৯৯ টাকার প্ল্যান এনেছে। এই প্ল্যানে গ্রাহকরা জিও থেকে জিও আনলিমিটেড কল করতে পারবে। তবে অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৩,০০০ মিনিট পাবে। এছাড়াও এই দুই প্ল্যানে যথাক্রমে রোজ ১.৫ জিবি এবং ২ জিবি ডেটা দেওয়া হবে।
১২ মাস ভ্যালিডিটির প্ল্যান :
এয়ারটেল ও ভোডাফোনের মতো জিও ও ১২ মাসের প্ল্যান এনেছে। যার প্রথম প্ল্যানটির মূল্য ১,২৯৯ টাকা। এখানে জিও থেকে জিও আনলিমিটেড এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১২,০০০ মিনিট পাবে। এর সাথে মোট ২৪ জিবি ডেটা দেওয়া হবে। আরেকটি প্ল্যান হলো ২,১৯৯ টাকার। এখানে গ্রাহকরা জিও থেকে জিও আনলিমিটেড কল করতে পারবে। আবার অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১২,০০০ মিনিট পাবে। এছাড়াও এই প্ল্যানে রোজ ১.৫ জিবি ডেটা দেওয়া হবে।
মনে রাখবেন প্রতিটি প্ল্যানেই অন্য নেটওয়ার্কে কল করার মিনিট শেষ হয়ে গেলে আইইউসি প্যাক রিচার্জ করতে হবে।