এতদিন বাজেট ও মিড রেঞ্জ স্মার্টফোন কোম্পানি হিসাবে পরিচিত Xiaomi শীঘ্রই ভারতে তাদের প্রথম প্রিমিয়াম ফোন লঞ্চ করতে চলেছে। আপাতত যা খবর তাতে আগামী বছরের শুরুতেই Mi Note 10 ভারতীয় মার্কেটে উপলব্ধ হবে। ফোনটির ফিচার আমরা প্রায় সবাই জেনে গেছি, কারণ ভারতের আগে চীনা ও ইউরোপের মার্কেটে একে লঞ্চ করা হয়েছে। তবে মি নোট ১০ ভারতে কত দামে আসবে তা এতদিন জানা যায়নি। যদিও শাওমি আয়োজিত ফটোশুট কনটেস্টে এই ফোনটির দাম সামনে আনা হয়েছে।
Xiaomi India তাদের টুইটার হ্যান্ডেল বদলে ‘Mi India #108MP is coming’ করে দিয়েছে। এথেকে পরিষ্কার ফোনটি শীঘ্রই ভারতে আসবে। এরসাথে কোম্পানি গ্লোবাল ফটোগ্রাফি চ্যালেঞ্জ ২০১৯ এর আয়োজন করেছে। যেখানে বিজয়ীকে ক্যাশ ও শাওমি স্মার্টফোন উপহার দেওয়া হবে। আর এখানেই প্রাইজ লিস্টে Mi Note 10 এর নাম আছে এবং যার দাম লেখা আছে ৪০,০০০ টাকা।
Come, fly with me!#ShotOnK20Pro by #Instagram user asli_kallakaar.
Share your pictures with #ShotOnRedmi and stand a chance to get featured. pic.twitter.com/B9zF9sbfRN
— Redmi India for #MiFans (@RedmiIndia) December 7, 2019
Xiaomi Mi Note 10 স্পেসিফিকেশন :
ডিসপ্লে :
শাওমি মি নোট ১০ ফোনে ৬.৪৭ ইঞ্চি কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ডট নচের সাথে আসা এই ফোনে ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্ট করবে (১০৮০পি)।
প্রসেসর, র্যাম ও স্টোরেজ :
এই ফোনটি ৮এনএম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসরের সাথে এসেছে। র্যাম ও স্টোরেজের কথা বললে এতে পাবেন ৬ ও ৮ জিবি র্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ।
ক্যামেরা :
এই ফোনটির প্রধান আকর্ষণ ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। পিছনে পেন্টা ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাটি ডেভেলপ করা হয়েছে Samsung ISOCELL Bright HMX সেন্সর দ্বারা, যার অ্যাপারচার এফ/১.৭। এছাড়াও আছে ৫এক্স টেলিফোটো লেন্স, ১২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর, ২০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর( ১১৭ ডিগ্রী) ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার এফ/২.০।
ব্যাটারি :
Mi Note 10 ফোনটি ৫,২৬০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যেখানে ৩০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে ৬৫ মিনিটে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। এই ফোনে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।