জনপ্রিয় কোম্পানি HiFuture ভারতে তাদের নতুন একটি অডিও প্রোডাক্ট লঞ্চ করলো। Olymbuds নামে আসা এই ট্রু ওয়্যারলেস এয়ারবাডস এর দাম ৩,৯৯৯ টাকা। আপনি এই Olymbuds এয়ারবাডস কেবলমাত্র Amazon ও Flipkart থেকে কিনতে পারবেন। নতুন এই অডিও প্রোডাক্টটি কালো ও সাদা রঙে পাওয়া যাবে। ব্র্যান্ড এই প্রোডাক্টের সাথে ১ বছরের ওয়ারেন্টি ও দিচ্ছে।
এই একজোড়া ওয়্যারলেস এয়ারবাডসে Realtek চিপসেট ব্যবহার করা হয়েছে, যেখানে ব্লুটুথ ৫.০ সাপোর্ট করবে। এই এয়ারবাডসটি একটি ফুল টাচ কন্ট্রোল প্রোডাক্ট, যেটি ১০ মিটারের মধ্যে কাজ করবে। এর টাচ সেন্সরের মাধ্যমে ব্যবহারকারীরা মিউজিক প্লে বা পজ, ভলিউম কন্ট্রোল, কল রিসিভ বা রিজেক্ট করতে পারবে।