গতবছর Syska ভারতে ওয়াই-ফাই এনাবল স্মার্ট লাইট লঞ্চ করেছিল। এই স্মার্ট লাইট এর বিশেষ দিক হলো এর সাথে Amazon Alexa সাপোর্ট করে। যেটার সাহায্যে ব্যবহারকারীরা কেবল মুখে নির্দেশ দিয়েই লাইটকে নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়াও Syska Smart Home অ্যাপ ব্যবহার করে লাইট কমানো বাড়ানো যায়। এবার কোম্পানি এই একই ফিচারের সাথে Smart Tube Light নিয়ে আসলো।
ভারতে এই স্মার্ট টিউব লাইটটি দুটো মডেলে এসেছে। যার সিঙ্গেল চ্যনেল আউটপুটের দাম ১,৯৯৯ টাকা, আবার ৩ ইন ১ মডেলের এর দাম ২,১৯৯ টাকা। এই স্মার্ট টিউব লাইটটি আগামী কাল থেকে সমস্ত ই-কমার্স প্লাটফর্মে পাওয়া যাবে।