শেনচেন এ আয়োজিত Oppo Inno Day 2019 ইভেন্টে কোম্পানি ঘোষণা করলো তারা Find X2 নিয়ে আসবে। এই ফোনটি ফাইন্ড এক্স এর উত্তরসূরি হবে, যেটি ২০১৮ সালে লঞ্চ করা হয়েছিল। রিপোর্টে অনুযায়ী ফাইন্ড এক্স২ ফোনটি কোয়ালকমের নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেটের সাথে আগামী বছরের প্রথম কোয়ার্টারে আসবে।
XDA Developers এর রিপোর্ট অনুযায়ী এই ফোনে সোনি এর নতুন ইমেজ সেন্সর ব্যবহার করা হবে। লাইট সেন্সিভিটি ও ফোকাসের মমান বাড়ানোর জন্য বড়ো সাইজের সেন্সর থাকবে। ইতিমধ্যেই অপ্পো সোনির সাথে হাত মিলিয়ে তাদের এই ফোনে ২×২ অন চিপ লেন্স ব্যবহারের জন্য কাজ শুরু করেছে। এছাড়াও কোম্পানি ক্যামেরার পাশাপাশি ফোনের ডিসপ্লের মান ও ভালো করবে। এই ফোনে ৯০ হার্জ বা ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হবে।