প্রত্যাশা মতোই দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং Galaxy A 2020 স্মার্টফোন সিরিজের দুটি ফোন আজ ভিয়েতনামে লঞ্চ করলো। এই দুটি ফোন হলো Samsung Galaxy A51 এবং Galaxy A71। এই দুটি ফোন ছাড়াও কোম্পানি A সিরিজের আরও কয়েকটি ফোন আগামী মাসে লঞ্চ করবে। স্যামসাং গ্যালাক্সি এ৫১ এবং গ্যালাক্সি এ৭১ এর প্রধান আকর্ষণ পাঞ্চ হোল (ইনফিনিটি O ) ডিসপ্লে এবং কোয়াড রিয়ার ক্যামেরা। আসুন ফোন দুটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানি।
Samsung Galaxy A51 এবং Galaxy A71 দাম :
আগেই বলেছি এই দুটি ফোন আপাতত ভিয়েতনামে লঞ্চ হয়েছে। যার মধ্যে গ্যালাক্সি এ৫১ এর দাম VND 7,990,990 ( প্রায় ২৫,০০০ টাকা )। এই ফোনটির প্রি-অর্ডার আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে। এছাড়াও ২৭ ডিসেম্বর থেকে এর সেল শুরু হবে। এদিকে গ্যালাক্সি এ৭১ এর দাম এখনো জানা যায়নি।
Galaxy A51 স্পেসিফিকেশন :
গ্যালাক্সি এ৫১ ফোনটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি O ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। যার রেজুলেশন ২০৪০×১০৮০ পিক্সেল। গ্যালাক্সি নোট সিরিজের মতো এই ফোনেও ডিসপ্লের উপরের দিকে মাঝখানে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে পাবেন এক্সিনস ৯৬১১ ৬৪-বিট অক্টা কোর প্রসেসর, ৪ জিবি /৬ জিবি/ ৮ জিবি র্যাম এবং ৬৪ জিবি/ ১২৮ জিবি স্টোরেজ । মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।
#AWESOME is for everyone! Introducing all new #GalaxyA series with an awesome screen, an awesome camera, and a long lasting battery life. #Samsung pic.twitter.com/wAIzMltMUy
— Samsung Mobile (@SamsungMobile) December 12, 2019
ফটোগ্রাফির কথা বললে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরা সেটআপটি এল শেপ আকারে আছে। যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল, দ্বিতীয় সেন্সরটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, এছাড়াও আছে ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
সফটওয়্যারের কথা বললে স্যামসাং গ্যালাক্সি এ৫১ অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক One UI 2.0 অপারেটিং সিস্টেমের সাথে এসেছে। অন্যান্য ফিচারের কথা বললে এই ফোনে পাবেন ৩.৫ এমএম হেডফোন জ্যাক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডলবি আটমোস অডিও সাপোর্ট। ফোনটিতে ৪,০০০ এমএএইচ এর ব্যাটারি আছে, যেটি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Galaxy A71 স্পেসিফিকেশন :
গ্যালাক্সি এ৭১ শক্তিশালী হার্ডওয়্যারের সাথে লঞ্চ হয়েছে। এই ফোনে পাবেন ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি O ডিসপ্লে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর, ৬ জি%