টিকটকের প্যারেন্ট কোম্পানি ByteDance তাদের নিজস্ব মিউজিক স্ট্রিমিং পরিষেবা ভারতে চালু করলো। আপাতত বিটা ভার্সনে আসা এই অ্যাপটি Spotify, JioSaavn, Gaana এর মতো জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মকে টেক্কা দেবে। Resso নামে আসা এই অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। নভেম্বরের শেষ থেকে অ্যাপটির টেস্টিং শুরু হয়েছে। আপাতত ২৭,০০০ মানুষ এই বিটা ভার্সনটি ডাওনলোড করেছে।
এখনকার দিনে টেলিকম কোম্পানিগুলো বিনামূল্যেই মিউজিক স্ট্রিমিং পরিষেবা তাদের গ্রাহকদের অফার করে। সেই কারণেই রিসো নতুন ভাবনার সাথে মার্কেটে এসেছে। এখানে ব্যবহারকারীরা গান শুনতে শুনতে লিরিক্স পড়তে পারবে আবার কমেন্ট ও করতে পারবে। এছাড়াও সোয়াইপ করলে গান পরিবর্তন হবে। এখানে ছোট ছোট ভিডিও ও দেখা যাবে। অন্যান্য প্লাটফর্মের মতো এখানেও বাকি ফিচার উপলব্ধ। Resso প্রথমে ১ মাসের ট্রায়ালে ব্যবহার করা যাবে। প্রিমিয়াম ভার্সনে প্রতিমাসে ৯৯ টাকা লাগবে।