Reliance Jio, Airtel এবং Vodafone-Idea কিছু সময় আগেই তাদের গ্রাহকদের জন্য নতুন প্ল্যান পেশ করেছে। যেখানে গ্রাহকদের খরচ বেড়েছে কয়েকগুন। তবে নতুন প্ল্যানেও গ্রাহকরা প্রতিদিন ১ জিবি ডেটা ও ফ্রি কলিং বেনিফিট পাবেন। এই প্ল্যানগুলো শুরু হচ্ছে ১৪৯ টাকা থেকে। যদিও রিলায়েন্স জিও গ্রাহকরা কেবল নিজেদের নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। অন্য নেটওয়ার্কে কল করতে হলে IUC চার্জ দিতে হবে। এদিকে ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেল গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কেই আনলিমিটেড কলের সুবিধা ভোগ করবেন।
এয়ারটেল ২১৯ টাকার প্ল্যান :
এয়ারটেলের এই নতুন প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পাবে। এছাড়াও পাওয়া যাবে রোজ ১ জিবি ডেটা ও ১০০ এসএমএস। আবার কোম্পানি এয়ারটেল থ্যাংকস বেনিফিট হিসাবে ফ্রি হ্যালো টিউন, আনলিমিটেড Wynk মিউজিক ও এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের্ সুবিধা দেবে।
১৪৯ টাকায় জিও এখন ২৪ দিনের ভ্যালিডিটি অফার করছে। এছাড়াও গ্রাহকরা পাবে জিও থেকে জিও আনলিমিটেড এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ৩০০ মিনিট কলের সুবিধা। আবার এখানে রোজ ১ জিবি ডেটা ও ১০০ টি এসএমএস পাওয়া যাবে।