কিছুদিন আগেই চীনা স্মার্টফোন কোম্পানি ভিভো ভারতে Vivo V17 লঞ্চ করেছিল। এই ফোনটির ভারতে প্রথম সেল অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। আর সেখানে আপনি ‘একটা কিনলে আরেকটা বিনামূল্যে’ অফারের লাভ ওঠাতে পারেন। এই ফোনটির প্রধান আকর্ষণ L-সেপ কোয়াড রিয়ার ক্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লে। এছাড়াও ভিভো ভি১৭ ফোনে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর ও ৮ জিবি র্যাম। আসুন অফার সম্পর্কে বিস্তারিত জানি।
Vivo V17 অফার :
প্রথমেই বলে রাখি এটি একটি অফলাইন অফার। এই অফারটি দিচ্ছে নামকরা মুম্বাইয়ের রিটেলার Mahesh Telecom। আজ তারা টুইটারে এই অফার সম্পর্কে পোস্ট করেছে। যেখানে তারা জানিয়েছে আপনি যদি একটি ভিভো ভি১৭ কেনেন তবে ‘ Spin and Win’ কনটেস্টে অংশ নিয়ে আরেকটি ভিভো ভি১৭ জিততে পারেন। শুধু তাই নয় আপনি ভিভো ওয়াই ৯০ ও জিততে পারবেন। ভারতে ভিভো ভি১৯ এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ২২,৯৯০ টাকা।
Buy #VivoV17 & stand a chance to win another #VivoV17 pic.twitter.com/du1WS89kFJ
— Mahesh Telecom (@MAHESHTELECOM) December 14, 2019
Vivo V17 স্পেসিফিকেশন :
ভিভো ভি১৭ ফোনে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যার স্ক্রিন রেজল্যুশন ২৪০০ × ১০৮০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯ । ফোনটি আই ভিউ ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। এরসাথে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন। ফোনের পারফরম্যান্সের কথা বললে এতে স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ আছে।
অ্যান্ড্রয়েড ৯ পাই-র সাথে আসা এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা আছে। যার প্রথমটি ৪৮ ( অ্যাপারচার f/১.৮) মেগাপিক্সেল, দ্বিতীয়টি ৮ ( অ্যাপারচার f/২.২ ) মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেস্নর এবং তৃতীয় ও চতুর্থ ক্যামেরাটি ২ মেগাপিক্সেল ডেপ্থ ও ম্যাক্রো লেন্স । এছাড়াও একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে যার অ্যাপারচার f/২.৪৫। ক্যামেরায় সুপার নাইট মোড, আল্ট্রা স্ট্যাবল ভিডিও, পোর্ট্রেট বোকেহ, পোর্ট্রেট লাইট এফেক্ট, এআর স্টিকার, পোজ মাস্টার, এআই মেকআপ এবং এআই এইচডিআর এর মতো ফিচার উপলব্ধ । ফোনটিতে কুইক চার্জিং প্রযুক্তি সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।