অ্যাকসেসোরিজ ব্র্যান্ড pTron ভারতে তাদের নতুন এয়ারবাডস Bassbuds lite TWS লঞ্চ করলো । সাদা ও কালো রঙে উপলব্ধ এই এয়ারবাডস বেশ কয়েকটি দুর্দান্ত ফিচারের সাথে এসেছে। ব্যসবাডস এ আপনি পাবেন ১০এমএম ড্রাইভার এবং ব্লুটুথ ৫.০। ভারতে এর দাম মাত্র ৮৯৯ টাকা। এটি ভারতের সবচেয়ে কমদামে পাওয়া এয়ারবাডসগুলোর মধ্যে একটি। pTron Bassbuds এ দেওয়া হয়েছে ৫০ এমএএইচ ব্যাটারি।
যার দ্বারা আপনি ৬ ঘন্টা গান শুনতে পারবেন আবার ৫ ঘন্টা কথা বলতে পারবেন। এটি ফুল চার্জ হতে আধ ঘন্টার একটু বেশি সময় নেয়। এছাড়াও এর কেসে ৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যার সাহায্যে একটানা ২০ ঘন্টা গান শোনা যাবে।