ই-কমার্স সাইট Flipkart এ আজ অর্থাৎ ২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে Year End Sale । এই সেলে Samsung, Google, Oppo, Realme, Xiaomi সহ বেশকিছু বড় বড় ব্র্যান্ডের ফোনে ডিসকাউন্ট অফার করা হচ্ছে। শুধু তাই নয়, ফ্লিপকার্ট ইয়ার এন্ড সেলে গ্রাহকরা এক্সচেঞ্জ অফারের লাভ ও ওঠাতে পারবে। এছাড়াও নো কস্ট ইএমআই এর সাথে ICICI ব্যাংক কার্ড গ্রাহকরা ১০ শতাংশ ক্যাশব্যাক পাবে। আসুন Flipkart Year End সেলের কিছু অফার সম্পর্কে জেনে নিই।
OPPO F11 Pro ও OPPO F11 :
অপ্পো-র এই ফোনকে সবচেয়ে কম দামে কিনতে পারবেন। অপ্পো এফ১১ প্রো এর ৬ জিবি র্যাম ও ১২৮বা জিবি স্টোরেজের দাম ছিল ২২,৯৯০ টাকা। তবে এই সেলে ফোনটি ১৬,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে OPPO F11 পাওয়া যাচ্ছে ১২,৯৯০ টাকায়। কদিন আগেই এই ফোনটির দাম কমে ১৪,৯৯০ টাকা হয়েছিল।
Samsung Galaxy S9/S9+ ও Google Pixel 3 সিরিজ :
ইয়ার এন্ড সেলে Samsung Galaxy S9 কে ২৭,৯৯৯ টাকায় কেনা যাবে। এই দাম ফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। এদিকে ২৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে Galaxy S9+ । এই দুই প্রিমিয়াম ফোন ছাড়াও Google Pixel 3a XL এবং Pixel 3 যথাক্রমে ৩০,৯৯৯ টাকা এবং ৪২,৯৯৯ টাকা দামে বিক্রি হচ্ছে।
Xiaomi Redmi :
বাজেট ফোন নির্মাতা শাওমি এর বেশকিছু ফোনের উপর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার মধ্যে Redmi Note 7 Pro ফোনটি ৬,০০০ টাকা কমে ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। Redmi 8A এর ৩২ জিবি ভ্যারিয়েন্ট পাবেন ৬,৪৯৯ টাকায় এবং Redmi 7A এর ১৬ জিবি ও ৩২ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে যথাক্রমে ৪,৯৯৯ টাকায় ও ৫,৪৯৯ টাকায়।
Realme :
এই সেলে Realme 5 Pro এর দাম শুরু হয়েছে ১১,৯৯৯ টাকা থেকে। আবার Realme 3i কেনা যাবে ৬,৯৯৯ টাকায়। Realme 5s ফোনটি ৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও Realme X2 পাবেন ১৬,৯৯৯ টাকা থেকে।