স্মার্টফোন নির্মাতা কোম্পানি Realme ধীরে ধীরে তাদের বিভিন্ন বিভাগের প্রোডাক্টের সংখ্যা বাড়াতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানি স্মার্টফোন ছাড়াও বিভিন্ন অ্যাকসেসরিজ ও অডিও প্রোডাক্ট মার্কেটে নিয়ে এসেছে। এই প্রোডাক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য – ফোনের কেস, পাওয়ার ব্যাংক, কেবল, চার্জার, হেডফোন প্রভৃতি। কিছুদিন আগে তারা ভারতে লঞ্চ করেছে Wireless Earbuds ও ।
এবার কোম্পানি ফিটনেস ব্যান্ড নিয়ে আসছে। আজ কোম্পানির সিইও মাধব শেঠ এই খবর জানিয়েছে। তার কথা অনুযায়ী ২০২০ এর প্রথম কোয়ার্টারে Realme ফিটনেস ব্যান্ড নিয়ে আসবে। আপনাকে জানিয়ে রাখি এর আগে Xiaomi, Lenovo, Samsung, Honor প্রভৃতি স্মার্টফোন কোম্পানি ফিটনেস ব্যান্ড মার্কেটে নিয়ে এসেছে।