বিগত কয়েকদিন ধরে গুগলের ট্রেন্ডিং লিস্টে সবথেকে উপরে ছিল এনআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কিন্তু এবার এই দুটিকে ছাপিয়ে গুগল ট্রেন্ডিং লিস্টে এক নম্বরে উঠে এলো ঝাড়খণ্ডের ২০১৯ নির্বাচনের ফলাফল। গত ২৩ শে ডিসেম্বরের পর থেকে এখনও অবধি সার্চ লিস্টে এক নম্বরেই রয়েছে ঝাড়খণ্ডের নির্বাচনী ফলাফল। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে কৃষক দিবস এবং ২০২০।
এছাড়াও গুগলে ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন এবং বিদায়ী মুখ্যমন্ত্রী রঘুবর দাসকেও সমানভাবে সার্চ করা হয়েছে।
অন্যদিকে সারাদেশে সিএএ এবং এনআরসি নিয়ে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠার পর থেকে আর গুগলে এই বিষয়দুটিকে নিয়ে সার্চ তেমনভাবে করা হয়নি বলে জানা গিয়েছে।