সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক নিয়ে এসেছে একটি সেমি-ক্লোজড প্রি-পেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট ( পিপিআই ) যেটি আপনারা ব্যবহার করতে পারবেন সর্বাধিক ১০,০০০ টাকার জিনিস কিনতে অথবা সার্ভিস ব্যবহার করতে। এটি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে এবং আরবিআই এর তরফ থেকে জানানো হয়েছে যে তারা স্মল ভ্যালু ডিজিটাল ট্রানজ্যাকশনের সংখ্যা বৃদ্ধি করার জন্য এইধরনের পিপিআই নিয়ে এসেছে।
ন্যূনতম কিছু ডিটেলস ফিল-আপ করার পরেই আপনারা পিপিআই হোল্ডার হয়ে যাবেন। এজন্য লাগবে আপনার মোবাইল নম্বর, একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি, নাম, আইডেন্টিফিকেশন নম্বারের মত কয়েকটি তথ্য। এই পিপিআই কার্ড অথবা ইলেক্ট্রনিক আকারে আপনাদের কাছে ইস্যু করা হবে এবং আপনারা এই পিপিআই অ্যাকাউন্টে এক মাসে সর্বাধিক ১০,০০০ টাকা এবং এক বছরে সর্বাধিক ১,২০,০০০ টাকা লোড করতে পারবেন।