কিউআর কোড এবং অন্যান্য কয়েকটি পদ্ধতিতে এতদিন সাইবার ক্রিমিনালরা সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করলেও এখন তাদের সবথেকে পছন্দের রাস্তা হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা ব্যবহারকারীদের ভুয়ো লিংক, জাল কিউআর কোড পাঠিয়ে, অথবা নকল পেমেন্ট রিকোয়েস্টের মাধ্যমে তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা চুরি করে নিচ্ছে। জেনে নিন কি কি ভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিতে পারে সাইবার ক্রিমিনালরা।
১ . সাইবার ক্রিমিনালরা সাধারণ মানুষের কাছে তাদের ব্যাংক ডিটেইলস শেয়ার করার অনুরোধ জানায়।
২ . তারপর জালিয়াতরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি কিউআর কোড পাঠায় যেটি মূলত একটি মানি রিসিভ কোড।
৩ . কোডটিকে স্ক্যান করে পিন দেওয়ার সঙ্গে সঙ্গেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা জালিয়াতের ব্যাংক অ্যাকাউন্টে পৌছে যায়।
সতর্কতাঃ
আপনাদের অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন যে কিউআর কোডের মাধ্যমে শুধুমাত্র পেমেন্ট করা যায়, টাকা রিসিভ করা যায় না এবং এটি একটি ইন্টারনেট লিংক তাই উৎস না জেনে কখনোই কোন কিউআর কোড স্ক্যান করবেন না।