গতকাল দিল্লি, তামিলনাড়ু, কেরল সমেত ভারতের বেশ কয়েকটি রাজ্যে বছরের শেষ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। প্রত্যেক ভারতবাসীর মতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সূর্যগ্রহণ দেখতে গিয়েছিলেন একটি রোদ চশমা পরে। উনি সেই ছবি টুইটারে শেয়ার করে লেখেন মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে তিনি সূর্যগ্রহণ দেখতে পাইনি ভালোভাবে।
Like many Indians, I was enthusiastic about #solareclipse2019.
Unfortunately, I could not see the Sun due to cloud cover but I did catch glimpses of the eclipse in Kozhikode and other parts on live stream. Also enriched my knowledge on the subject by interacting with experts. pic.twitter.com/EI1dcIWRIz
— Narendra Modi (@narendramodi) December 26, 2019
এই ছবি সবার সামনে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। বহু লোক তার ছবি নিয়ে মিম বানানো শুরু করে দেয়। সেই মিমের প্রধান কনটেন্ট ওই রোদ চশমার দাম। খবর অনুযায়ী জানা গিয়েছে চশমাটি মেব্যাক নামক একটি জার্মান কোম্পানির এবং এটির দাম ১.৬ লক্ষ টাকা।
If you are living a German dream, see it through German sunglasses. Maybach Worth 1.6 Lac #BrandedFakeer pic.twitter.com/3pgVsfA1di
— Veer Rofl Gandhi 2.0 (@RoflGandhi_) December 26, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “হম তো ফকির আদমি হ্যান” ( আমি ফকির মানুষ ) মন্তব্যের পরিপ্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ায় ট্রল এবং মোদিবিরোধী মন্তব্য করা হচ্ছে বলে বিশেষজ্ঞদের মতামত।