গত সপ্তাহেই আমরা জানিয়েছিলাম ভিভো ভারতে Vivo S1 Pro লঞ্চ করেছিল। এই ফোনটি আগামী বছরের জানুয়ারিতেই ভারতে আসবে। ভিভো এস১ প্রো ফোনে ৮ জিবি র্যাম দেওয়া হয়েছে। এই ফোনে নচলেস ফুল স্ক্রিন ডিসপ্লে ও পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। গত মে মাসে চীনে Vivo S1 Pro লঞ্চ হয়েছিল। জানুয়ারী তে ফোনটির লঞ্চ হওয়ার কথা থাকলেও কত দামে ভারতে আসবে তা এতদিন জানা যায়নি।
তবে 91Mobiles এর রিপোর্ট অনুযায়ী Vivo S1 Pro ভারতে ১৯,৯৯০ টাকায় লঞ্চ হবে। যদিও এর রিটেল প্রাইস থাকবে ২০,৯৯০ টাকা। এই দাম ফোনটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের । এরসাথে কোম্পানি ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্ট ও লঞ্চ করতে পারে।
Vivo S1 Pro স্পেসিফিকেশন ও ফিচার :
ভিভো এস১ প্রো ফোনে ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যার স্ক্রিন রেজল্যুশন ২৩৪০ × ১০৮০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯ । ফোনটির ফুল ভিউ ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। এরসাথে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন।
অ্যান্ড্রয়েড ৯ পাই-র সাথে আসা এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা আছে। যার প্রথমটি ৪৮ ( অ্যাপারচার এফ /২.০) মেগাপিক্সেল, দ্বিতীয়টি ৮ ( অ্যাপারচার এফ/১.৭৮ ) মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেস্নর এবং তৃতীয় ও চতুর্থ ক্যামেরাটি ২ মেগাপিক্সেল ডেপ্থ ও ম্যাক্রো লেন্স । এছাড়াও একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে যা আল্ট্রা ফুল ভিউ ডিসপ্লের পিছনে রয়েছে। ফোনটিতে কুইক চার্জিং প্রযুক্তি সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।