একটি ছোট প্রোমো ভিডিওতে চাইনিজ টেক জায়েন্ট শাওমি প্রকাশ্যে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টওয়াচ Mi Watch Color । এই স্মার্টওয়াচ কে আগামী কয়েক মাসের মধ্যে মার্কেটে আসতে চলেছে। যদিও আমরা ওই ভিডিওতে তেমন কিছু স্পেসিফিকেশনের ব্যাপারে জানতে পারিনি তবুও মনে করা হচ্ছে এই নতুন স্মার্টওয়াচে পুরনো Mi Watch এর চৌকো ডায়ালের জায়গায় গোলাকার ডায়াল থাকবে। ডায়ালের ডান দিকে দুটি বাটন থাকবে এবং পরিবর্তনযোগ্য স্ট্র্যাপ থাকবে।
আপনারা এটি পাবেন কালো, সোনালী এবং রুপোলী এই তিনটি রঙের বিকল্পে। এছাড়াও এই প্রোমো ভিডিওতে দেখা গেছে যে এই ঘড়িটিও অ্যাক্টিভিটি ট্র্যাকিং, হার্টরেট মনিটরিং, অ্যাপ নোটিফিকেশন এবং স্লিপ ট্র্যাকিং করতে পারবে। ঘড়িটিতে ব্যবহার করা অ্যান্ড্রয়েড ভার্সনের ব্যাপারে এখনো অবধি আমরা কিছু জানতে পারিনি তবে আর কিছুদিনের মধ্যেই শাওমি এই স্মার্টওয়াচটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে নিয়ে আসবে বলে মনে করছে তথ্যপ্রযুক্তি মহল।