অবশেষে সামনে এলো রিয়েলমির প্রথম 5G ফোনের ছবি। কোম্পানির সিইও মাধব শেঠ তার টুইটার অ্যাকাউন্টে ফোনটির ছবি পোস্ট করেছেন। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে Realme X50 5G নামে আসা এই ফোনের পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনে কোয়ালকম স্নপড্রাগন ৭৬৫জি প্রসেসর থাকবে। রিয়েলমি এক্স৫০ চীনে ৭ জানুয়ারী লঞ্চ হবে। এই ফোনটি Redmi K30 5G কে টেক্কা দেবে।
Sharing with you guys the first look of our first #5G smartphone!
This is in line with our philosophy of providing industry leading design and powerful performance.
RT if you loved it.#realme #2020 pic.twitter.com/xXhe0lkcuk— Madhav 's Lifestyle (@MadhavSheth1) January 2, 2020
Realme X50 ফিচার ( আপাতত যা সামনে এসেছে ) :
Realme X50 5G ফোনের ফিচারের কথা বললে এতে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। যার রিফ্রেশ রেট হবে ৯০হার্জ। এর ডিসপ্লের ডিজাইন ডুয়েল পাঞ্চ হোল থাকবে। এই ফোনে রেডমি কে৩০ এর মতো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে। এছাড়াও ফোনটি তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর ব্যবহার করা হবে।
রিয়েলমি এক্স৫০ ফোনের ক্যামেরার কথা বললে এতে আমরা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেখবো। যার প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। এছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ,ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফোনটি ৩২ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল ডুয়েল সেলফি ক্যামেরার সাথে আসবে।
Realme X50 ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসতে পারে- ৬ জিবি র্যাম+ ৬৪ জিবি, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি । এছাড়াও এই ফোনে ভুক ৪.০ ফাস্ট চার্জিং এর সাথে ৪,৫০০ এমএএএইচ ব্যাটারি থাকবে। ফোনটির দাম হবে প্রায় ৩০,০০০ টাকার কাছাকাছি।