দৃষ্টিহীন লোকেদের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি লঞ্চ করল একটি বিশেষ মোবাইল অ্যাপ যার নাম মানি (Mobile Aided Note Identifier) । এর মাধ্যমে খুব সহজেই আসল এবং জাল নোটের মধ্যে তফাৎ করে ফেলতে পারবেন। এই অ্যাপটি ওই নোটটিকে দেখে তৎক্ষণাৎ বলে দেবে যে ওই নোটটি কত টাকার এবং সেটি আসল কি নকল। অ্যাপটি খুব সহজেই নোটের যাচাই করে ফেলে এবং জরুরী তথ্যগুলি আওয়াজের মাধ্যমে দেয়।
এছাড়াও ব্যবহারকারীরা এই অ্যাপে সাউন্ড সাপোর্ট পাবেন, যার ফলে তারা নিজের আওয়াজের মাধ্যমে অ্যাপটি কন্ট্রোল করতে পারবেন। নোট কোন একটি জায়গায় ভাঁজ হওয়া থাকলেও সেটি আপনাকে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও মানি অ্যাপ ইন্টেগ্লিও প্রিন্টিং, টেক্সটাইল মার্ক, সাইজ, রং, নম্বর এবং মোনোক্রোমাটিক প্যাটার্ন খুব সহজেই চিনে ফেলতে পারে।