দ্রুত বাড়ছে অনলাইন স্ক্যামের ঘটনা। ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ডেটা চুরি করে সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা । এই ধরনের জালিয়াতির জন্য বেশিরভাগ সময় জনপ্রিয় অ্যাপ বা ওয়েবসাইটকে ব্যবহার করা হচ্ছে। এই স্ক্যাম থেকে মুক্ত নয় হোয়াটসঅ্যাপও। নতুন বছরের শুরুতেই ‘New Year’s Virus’ এর মাধ্যমে প্রতারিত হচ্ছে বহু মানুষ।
স্মার্টফোন ও কম্পিউটার উভয় হচ্ছে হ্যাক :
নতুন ধরনের এই জালিয়াতিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে একটি মেসেজ আসছে, যেখানে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। এই মেসেজে এমন লোভনীয় অফারের বিষয়ে বলা হচ্ছে যে, যে কেউ সেই লিংকে ক্লিক করবে। যেই মাত্র ওই লিংকে ক্লিক করা হচ্ছে, সাথে সাথেই ফোন বা কম্পিউটারের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে হ্যাকাররা।
এই ধরনের মেসেজে ক্লিক করবেন না :
আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে কোন অজ্ঞাত নম্বর থেকে বা কোন বন্ধুর নম্বর থেকে যদি কোন লিংক সহ মেসেজ আসে, তাহলে ওই লিংকে ক্লিক করার আগে সাবধানতা অবলম্বন করুন। মেসেজটি অপ্রয়োজনীয় মনে হলে লিংকে ক্লিক করার প্রয়োজন নেই। কারণ ওই লিংকে ক্লিক করার ফলে আপনাকে ভাইরাস দ্বারা অ্যাটাক করা হতে পারে।