রবিবার আবার একটি ডেটা লিকের ঘটনা আমাদের সামনে এলো। এবার আমেরিকার নামকরা সিকিউরিটি ক্যামেরা কোম্পানি Wyze স্বীকার করল যে, তাদের ২.৪ মিলিয়ন ব্যবহারকারীর অত্যন্ত ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ছড়িয়ে গিয়েছে। এই ঘটনাটি ঘটে যখন ওই ব্যক্তিদের তথ্যের ফাইলটি ইন্টারনেটে কোন সিকিউরিটি ছাড়া রাখা ছিল। এই তথ্যগুলিকে একটি নতুন ডেটাবেসে নিয়ে যাবার সময় ঘটনাটি ঘটে।
ওই তথ্যের মধ্যে ছিল মূলত ব্যবহারকারীদের উচ্চতা, ওজন, লিঙ্গ সহ অন্যান্য হেলথ ইনফর্মেশন। তবে কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে যে, কোন লগইন টোকেন লিক আউট হয়নি সমস্ত ব্যবহারকারীদের সাইন আউট করে নেওয়া হয়েছে আগেই। সাথেই ব্যবহারকারীদের ক্যামেরা আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ নতুন করে রিবুট করে দেওয়া হবে বলে জানিয়েছে ওয়াইজ কর্তৃপক্ষ।