কথা মতো আজ চীনে লঞ্চ হলো Realme X50 5G। রিয়েলমির নতুন এই ফোনটি না কেবল 5G সাপোর্টের সাথে এসেছে, এখানে অপারেটিং সিস্টেম হিসাবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১০। এছাড়াও রিয়েলমি এক্স৫০ ৫জি ফোনের বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে পাবেন ৬.৫৭ ইঞ্চি ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা, ৭এনএম স্ন্যাপড্রাগন প্রসেসর। আসুন Realme X50 5G সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
Realme X50 5G ফিচার :
রিয়েলমি এক্স৫০ ৫জি ফোনে পাবেন ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যার আসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ১২০হার্জ। এই ফোনে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বদলে সাইড মাউন্টেড সেন্সর পাবেন। ফোনটি এসেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের সাথে। এছাড়াও এতে আছে ১২ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবেনা।
ফটোগ্রাফির জন্য রিয়েলমির এই ৫জি ফোনের পিছনে ৪টি রিয়ার ক্যামেরা আছে। আবার সামনে আছে ২টি ফ্রন্ট ক্যামেরা। পিছনের ৪টি ক্যামেরার মধ্যে প্রধান সেন্সর হলো ৬৪ মেগাপিক্সেল। অন্য তিনটি সেন্সর হলো ১২ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল। সেলফির জন্য দুটি ক্যামেরা হলো ১৬ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল।
রিয়েলমি এক্স৫০ ফোনে আপনি পাবেন ডুয়েল চ্যানেল ওয়াই-ফাই ও ৫জি কানেক্টিভিটি। আপনি ফোনটিকে একসাথে দুটো নেটওয়ার্কেই কানেক্ট করে রাখতে পারবেন। এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক কালারওএস ৭ এর সাথে এসেছে। এছাড়াও এই ফোনে ৩০ ওয়াট ভুক ৪.০ ফাস্ট চার্জিং এর সাথে ৪,২০০ এমএএএইচ ব্যাটারি রয়েছে।
Realme X50 5G দাম :
রিয়েলমি এক্স৫০ এর দাম শুরু হয়েছে ২,৪৯৯ Yuan থেকে, যা প্রায় ২৫,৭৯০ টাকা। এই দাম ফোনটির ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের। এছাড়াও অন্যদুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট হলো ৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজে। এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে প্রায় ২৭,৮৬০ টাকা এবং ৩০,৯৬০ টাকা।