সম্প্রতি গুগল নিয়ে এসেছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল যেটি ক্যান্সার বিশেষজ্ঞদের থেকেও বেশি নির্ভুলভাবে ব্রেস্ট ক্যান্সারের শনাক্ত করতে পারবে।
গুগল একটি ব্লগ পোস্টে জানিয়েছে,
“৬ জন রেডিওলজিস্টের একটি গবেষণায় ধরা পড়েছে যে এই এআই সিস্টেমটির AUC-ROC একজন সাধারন রেডিওলজিস্টের AUC-ROC কার্ভের থেকে ১১.৫% বেশি।”
ব্রিটেন এবং আমেরিকার ক্লিনিক্যাল রিসার্চ পার্টনারদের সঙ্গে দুই বছর ধরে টানা কাজ করার পরেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমটি তৈরি করা হয়েছে।
তবে গুগল এর তরফ থেকে জানানো হয়েছে যে এখনো তাদের অ্যাপ সমস্ত রেডিওলজিস্টদের অতিক্রম করে যায়নি। কিন্তু গুগলের তরফ থেকে দাবি করা হয়েছে যে, তাদের অ্যাপের ব্যবহার করা অ্যালগরিদম সাধারন রেডিওলজিস্টদের ব্যবহার করা অ্যালগরিদমের মান এর থেকে উন্নত।