ভারতে লঞ্চ হলো রিয়েলমির নতুন ফোন Realme 5i। এই ফোনের দাম শুরু হয়েছে ৮,৯৯৯ টাকা থেকে। এই ফোনটি লঞ্চের পাশাপাশি কোম্পানি ঘোষণা করেছে, এবার থেকে Realme 5 এর প্রোডাকশন তারা বন্ধ করবে। যদিও আমরা আগেই এই বিষয়ে আপনাদেরকে জানিয়েছিলাম, কারণ দুটো ফোনের স্পেসিফিকেশন প্রায় একই। Realme 5i এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে পাবেন বড়ো ডিসপ্লে, কোয়াড রিয়ার ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
Realme 5i দাম, উপলব্ধতা ও অফার :
ভারতে রিয়েলমি ৫আই ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যার দাম ৮,৯৯৯ টাকা। ফোনটি Flipkart এবং Realme.com থেকে পাওয়া যাবে। এই ফোনের প্রথম সেল অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি। Realme 5i নীল ও সবুজ রঙে পাওয়া যাবে। জিও গ্রাহকদের এই ফোনের সাথে ৭,৫৫০ টাকা বেনিফিট দেওয়া হবে। আবার MobiKwik থেকে পেমেন্ট করলে ১০ শতাংশ সুপারক্যাশ পাওয়া যাবে।
ডিসপ্লে ও অপারেটিং সিস্টেম :
রিয়েলমি ৫আই ফোনে ২.০ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে ৪ জিবি পর্যন্ত র্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ আছে।
ক্যামেরা :
ফটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ১২ মেগাপিক্সেল। এছাড়াও এতে আছে ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। এই ফোনের সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
ব্যাটারি :
এই ফোনে ১০ ওয়াট চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাবেন। এই ব্যাটারি একবার চার্জ করলে ১২ ঘন্টা ভিডিও দেখা যাবে। ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।