আগামীকাল অর্থাৎ ১০ই জানুয়ারি হতে চলেছে এই দশকের প্রথম চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটি হবে একটি পেনুম্ব্রাল আংশিক চন্দ্রগ্রহণ। ভারত ছাড়াও এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বেশিরভাগ জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণটি। বছরের এই প্রথম চন্দ্রগ্রহণটি স্থায়ী হবে ৪ ঘন্টা ৫ মিনিটের জন্য। চন্দ্রগ্রহণের সর্বোচ্চ মুহূর্তে চন্দ্রপৃষ্ঠের ৯০ শতাংশ ছায়ায় ঢেকে যাবে। এছাড়াও এদিন চন্দ্রের ঔজ্জ্বল্য অন্যদিনের থেকে একটু কম হবে।
চন্দ্রগ্রহণের সময়- এই চন্দ্রগ্রহণটি ১০ই জানুয়ারি ভারতীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটে শুরু হবে। এবং এটি শেষ হবে পরের দিন অর্থাৎ ১১ই জানুয়ারি ভারতীয় সময় রাত ২টো ৪২ মিনিটে।
আপনারা যদি চন্দ্রগ্রহণ দেখতে চান তাহলে খালি চোখেই দেখা সম্ভব। সূর্যগ্রহণের মত বিশেষ চশমা ব্যবহার করার কোন প্রয়োজন চন্দ্রগ্রহণে নেই।