বিশ্বের সমস্ত সাধারণ মানুষকে সতর্ক করতে শুরু করলো আমেরিকা। এই সতর্কবার্তায় একটি ভুয়ো মেসেজ সম্পর্কে সবাইকে অবগত হতে বলা হয়েছে। এই ভুয়ো মেসেজটি আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, যার মূল বক্তব্য, তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য আমেরিকা সেনাদল আমেরিকা সহ অন্যান্য দেশের সাধারণ মানুষকে মিলিটারি পদে যুক্ত করছে। এই ভুয়ো মেসেজটিতে এটিও বলা আছে যে, এই মেসেজ প্রাপকরা যেন তাড়াতাড়ি ইরানের জন্য রওনা হয় তৃতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সাথ দিতে।
আবার এই মেসেজকে উপেক্ষা করলে আপনার ৬ বছরের কারাদণ্ড হতে পারে বলেও ভয় দেখানো হয়েছে।
এই মেসেজ ভাইরাল হওয়ার পরেই আমেরিকা সরকার এবং সেনা দপ্তর বহু ফোন কল এবং ইমেইল পেতে থাকে। তারপরেই আমেরিকা সরকার এই ঘটনার তদন্ত শুরু করে। এখনও অবধি মেসেজ প্রেরকের নাম জানা যায়নি । তবে আমেরিকা সেনা দপ্তরের পক্ষ থেকে সমস্ত বিশ্ববাসীকে জানানো হয়েছে যাতে এই ধরনের মেসেজ পেলে তারা সেটিকে বিশ্বাস না করেন।