বৃহস্পতিবার উবের ইন্ডিয়া তাদের অ্যাপে বেশকিছু নতুন সেফটি ফিচার নিয়ে এসেছে ভারতীয় ব্যবহারকারীদের জন্য। এই ফিচারটিতে যুক্ত থাকবে রাইড চেক, যা উবের ড্রাইভারদের কোন ট্রিপে অনিয়ম, অডিও রেকর্ডিং ইত্যাদি চেক করবে।
এছাড়াও এবার থেকে ওলা ক্যাবের ওটিপি ভেরিফিকেশন এর মত উবেরে থাকছে একটি ‘পিন ভেরিফিকেশন’ ফিচার। এই ফিচারে যাত্রীরা একটি বিশেষ চার সংখ্যার পিন পাবেন যেটি ড্রাইভারকে মুখে বললে তবেই ড্রাইভার যেকোনো ট্রিপ শুরু করবে। আপাতত এই পিন ভেরিফিকেশন ফিচারটি শুধুমাত্র রাত্রেই উপলব্ধ( রাত ৯টা থেকে ভোর ৬টা )।
এছাড়াও এবার থেকে উবের যাত্রীরা তার ট্রিপ চলাকালীন স্মার্টফোনের মাধ্যমে যেকোনো অডিও রেকর্ড করতে পারবেন। এই অডিওগুলি পুলিশ স্টেশনে কোন ঘটনার রিপোর্ট লেখার সময় কাজে আসতে পারে।