দুনিয়ার সবথেকে বড় কনজিউমার ইলেকট্রনিক্স শো’ (সিইএস) ২০২০ তে লঞ্চ করা হয়েছে বিশ্বের সর্বপ্রথম গোল স্ক্রিনের স্মার্ট ফোন যার নাম দেওয়া হয়েছে সার্কল ফোন(Cyrcle phone)। আমেরিকার স্টার্টআপ কোম্পানি ডিটুর এই নতুন ফোনটিকে নিয়ে এসেছে মার্কেটে। এই সার্কেল ফোন হতে চলেছে বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে দেওয়া হয়েছে দুটি হেডফোন জ্যাক, যার মাধ্যমে একসাথে দুজন গান শুনতে পারবেন।
এছাড়াও এই ফোনে আপনারা ব্যবহার করতে পারবেন দুটো মাইক্রো সিমকার্ড ৪জি এলটিই সাপোর্ট সহ। সঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড পাই ৯.০ অপারেটিং সিস্টেম। সেলফির জন্য দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যদিও এখনও ব্যাক ক্যামেরার ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি। আপাতত এই ফোনে অ্যাপগুলি চৌকো ভাবে খোলার কারণে অ্যাপগুলি স্ক্রিন থেকে কিছুটা বাইরে চলে যাচ্ছে। তবে কোম্পানি বর্তমানে গোল অ্যাপ ইন্টারফেসের উপর কাজ করছে। দামের ব্যাপারে এখনও কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।