খুব শীঘ্রই ভারতীয় মার্কেটে আসতে চলেছে ফেসবুকের শর্ট ভিডিও মেকিং অ্যাপ্লিকেশন Lasso। গতবছর আমেরিকাতে এই অ্যাপটিকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছিল। এবার এটি ভারতের ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হচ্ছে। একটি রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে এই অ্যাপটিকে এই অর্থবছরের প্রথম কোয়ার্টার, সঠিকভাবে বলতে গেলে মে মাসের মধ্যে ভারতে লঞ্চ করা হবে।
ভারতে লাসোর সঙ্গে কড়া টক্কর হবে সবথেকে জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ বাইটডান্সের টিক টকের। ইতিমধ্যেই ফেসবুকের সিঙ্গাপুরের টিম লাসো অ্যাপের ওপরে কাজ করতে শুরু করেছে। হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশনও থাকতে চলেছে এই নতুন অ্যাপে।
কিছু ফিচার-
এই লাসো অ্যাপে মিউজিকের জন্য একটি বড় লাইব্রেরী থাকবে। এছাড়াও ক্যামেরায় ভিডিও এডিটিং টুল সহ আরো অনেক ধরনের ইফেক্ট থাকবে। আপনারা এই অ্যাপে নতুন ট্রেন্ডিং বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন।