স্মার্ট ফোন কোম্পানি অনার কিছুদিন আগে ভারতে Honor 10 Lite এর জন্য অ্যান্ড্রয়েড ১০ আপডেট এনেছিল। এবার কোম্পানি সারা বিশ্বের Honor 20i ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক EMUI ১০ আপডেট রোল আউট করলো। নতুন এই আপডেটের ভার্সন নম্বর ভি১০.০.০.১৫৮। এই আপডেটে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ১০ এর সমস্ত ফিচার তো পাবেই। সাথে ডিসেম্বর মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ ও পাবে।
অ্যান্ড্রয়েড ১০ এর বিশেষ বিশেষ ফিচারগুলি হলো জেসচার নেভিগেশন, সিস্টেম-ওয়াইড ডার্ক থিম, লাইভ ক্যাপশন, ইম্প্রোভড স্মার্ট রিপ্লাই ফিচার এবং আরও অনেক কিছু। যদিও এই আপডেট পেতে ব্যবহারকারীদের এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। ফোনের ‘সেটিং’ থেকে গিয়ে ‘আপডেট সফটওয়্যার’ অপশনে ক্লিক করে আপডেটটি ডাউনলোড করা যাবে।