হুয়াওয়ে ভারতীয় মার্কেটে তাদের নতুন ওয়্যারবল প্রোডাক্ট HUAWEI Band 4 নিয়ে এলো। হুয়াওয়ে ব্যান্ড ৪ এ ইন বিল্ট ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। ফলে আপনার এই ব্যান্ডটি চার্জ করার জন্য আলাদা কোনও চার্জারের প্রয়োজন হবে না। আপনি ল্যাপটপ, পাওয়ার ব্যাংক বা যে কোনও ইউএসবি চার্জিং পোর্টের মাধ্যমে সরাসরি এই ব্যান্ডকে চার্জ করতে পারবেন।
HUAWEI Band 4 স্পেসিফিকেশন :
হুয়াওয়ে ব্যান্ড ৪ ফিটনেস ট্র্যাকারে ৯১ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, এতে ৯ দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়াও এতে দেওয়া হয়েছে ০.৯৬ ইঞ্চি ডিসপ্লে, যেখানে পাবেন ২.৫ডি গ্লাস প্রটেকশন। অন্যান্য ফিচারের কথা বললে হুয়াওয়ে ব্যান্ড ৪ এ অক্সিজেন স্যাচুরেশন, স্লিপ মনিটর এবং হার্ট রেট মনিটরের মতো ফিচার রয়েছে।
হুয়াওয়ের এই ব্যান্ডে আউটডোর রানিং, ইনডোর রান, সাইক্লিং এরমতো ৯ টি এক্সারসাইজ মোড থাকবে। এই ব্যান্ডটি জল প্রতিরোধী, অর্থাৎ ৫০ মিটার জলে থাকলেও ব্যান্ডটি খারাপ হবে না। এই ব্যান্ডে আপনি কলিং নোটিফিকেশন ও পাবেন। এই ব্যান্ডটি ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে। যদিও এর সেলের তারিখ এখনও জানা যায়নি। হুয়াওয়ে ব্যান্ড ৪ এর দাম ১,৯৯৯ টাকা এবং এটি কালো রংয়ে পাওয়া যাবে।