গত সোমবার ভারতে এয়ারটেল এবং গুগল ক্লাউড একটি নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছে, যাতে তারা একসাথে ভারতের ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং প্রোডাক্টিভিটির উপরে কাজ করবে। এয়ারটেল এ চুক্তি অনুযায়ী ছোট এবং মাঝারি কাঠের ব্যবসার জন্য একটি G Suite প্রদান করবে। এই G Suite টি হবে বেশ কয়েকটি প্রয়োজনীয় গুগল অ্যাপ যেমন জিমেইল, ডকস্, গুগল ড্রাইভ, ক্যালেন্ডার এবং আরো অন্যান্য গুগল অ্যাপের সমন্বয়। এই স্যুটের মাধ্যমে ব্যবসায়ীরা আরো স্মার্ট এবং সুরক্ষিত ভাবে নিজেদের ব্যবসা চালাতে পারবেন।
এই চুক্তি দুটি কোম্পানির জন্যই ভারতে ব্যবসা বৃদ্ধির সুযোগ নিয়ে আসবে, যেহেতু ভারত হলো বিশ্বের দ্বিতীয় সবথেকে বেশি ইন্টারনেট ব্যবহারকারীদের দেশ। বর্তমানে এই টেলিকম অপারেটরটি প্রায় ২,৫০০-র বেশি বড় ব্যবসা এবং ৫ লক্ষাধিক ছোট ব্যবসা এবং টেকনোলজি স্টার্টআপ এর উপর কাজ করে।