ভারতে Mee Audio তাদের নতুন ট্রু ওয়্যারলেস এয়ারফোন নিয়ে এলো। এই ব্র্যান্ডটি ২০০৫ সাল থেকে ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরী করছে। যদিও ভারতে কয়েকবছর আগেই Mee এসেছে। তবে ভ্যালু ফর মানি প্রোডাক্ট লঞ্চ করার কারণে, খুব কম দিনেই কোম্পানিটি ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে। Mee Audio X10 নামে আসা এই ওয়্যারলেস এয়ারফোনটি অনলাইন ও অফলাইন মার্কেটে পাওয়া যাবে। এই হেডফোনটি কালো ও নীল রংয়ের সাথে লঞ্চ হয়েছে।
কোম্পানি দাবি করেছে এতে ৪.৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবে ব্যবহারকারীরা। আবার এর সাথে দেওয়া চার্জিং কেস ২২.৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে। এতে চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। ভারতে Mee Audio X10 এর দাম ৪,৯৯৯ টাকা। এতে ব্লুটুথ ৫.০ দেওয়া হয়েছে। এছাড়াও এটি IPX রেটেড, অর্থাৎ জল প্রতিরোধী।