টেলিকম মার্কেটে দিন দিন প্রতিযোগিতা বাড়ছে। আর সেকারণেই কোম্পানিগুলি নতুন নতুন প্ল্যান এনে গ্রাহকদের আকর্ষণ করার চেষ্টা করছে। এবার সেই লক্ষ্যে ভোডাফোন-আইডিয়া নিয়ে এলো নতুন একটি প্ল্যান। এই প্ল্যানের মূল্য ২৬৯ টাকা। এখানে ৫৬ দিনের ভ্যালিডিটি সহ গ্রাহকরা আনলিমিটেড কলিং ও ডেটা বেনিফিট পাবে। আসুন এই প্ল্যানের সুবিধাগুলি জেনে নেই।
ভোডাফোন-আইডিয়া ২৬৯ টাকার প্ল্যান :
ভোডাফোন-আইডিয়ার নতুন এই প্ল্যানের বৈধতা ৫৬ দিন। এখানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবে। এরসাথে মোট ৬ জিবি ইন্টারনেট ডেটা ও ৬০০ এসএমএস দেওয়া হবে। আবার গ্রাহকদের এই প্ল্যানের সাথে Vodafone Play এবং ZEE5 এর সাবস্ক্রিপশন অফার করা হবে। যা আলাদাভাবে নিতে গেলে ৪৯৯ টাকা ও ৯৯৯ টাকা দিতে হতো।
ভোডাফোন-আইডিয়ার ৫৬ দিনের অন্যান্য প্ল্যান :
৩৯৯ টাকার প্ল্যান :
ভোডাফোন-আইডিয়ার ৩৯৯ টাকার প্ল্যানে ৫৬ দিন ভ্যালিডিটি পাবে গ্রাহকরা। এই প্ল্যানে কোম্পানি প্রতিদিন ১.৫ জিবি ডেটা ও ১০০ এসএমএস অফার করছে। এছাড়াও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। আবার কোম্পানি গ্রাহকদের ভোডাফোন প্লে এর ফ্রি মেম্বারশিপ দেবে।
৪৯৯ টাকার প্ল্যান :
এই প্ল্যানটির ভ্যালিডিটি ও ৫৬ দিন। তবে এখানে গ্রাহকরা রোজ ২ জিবি ডেটা পাবে। যদিও এসএমএস সংখ্যা কমিয়ে রোজ ৯০ টি এসএমএস দেওয়া হবে। এছাড়াও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। আবার কোম্পানি গ্রাহকদের ভোডাফোন প্লে এর ফ্রি মেম্বারশিপ দেবে।