আপনি যদি পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে চলেছেন তবে সাবধান হন। কারণ এই মুহুর্তে ইন্টারনেটে লক্ষ লক্ষ ভুয়ো ওয়েবসাইট চলে এসেছে, যেগুলোর দ্বারা প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। সম্প্রতি পাসপোর্ট বিভাগ বহু এই ধরণের ভুয়ো সাইটের নাম প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রক নিজেই এই ভুয়ো পাসপোর্ট ওয়েবসাইটের নাম সামনে এনেছে। আসুন এই ভুয়ো ওয়েবসাইট সম্পর্কে জেনে নিই।
- আপনি যদি পাসপোর্ট বানানোর জন্য অনলাইনে https://www.passport-india.in/ ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে আপনি একটি ভুয়ো ওয়েবসাইটে ভিজিট করেছেন। এই সাইট আপনার তথ্য নিয়ে বাইরে বিক্রি করে।
- http://www.passport-seva.in/ হলো একটি ভুয়ো পাসপোর্ট সাইট। এখানে ভিজিট করলে আপনি প্রতারিত হতে পারেন। এই সাইটের দ্বারা আপনার ফোনে ও কম্পিউটারে ভাইরাস চলে আসবে।
- আপনি যদি https://www.indiapassport.org/ ওয়েবসাইটে যান, তাহলে আপনার ডেটা ফাঁসের সম্ভাবনা থাকবে। এছাড়াও লক্ষ লক্ষ টাকা খোয়াতে পারেন।
অনলাইনে পাসপোর্টের জন্য আবেদনের সঠিক ওয়েবসাইট কোনটি :
পাসপোর্ট এর আবেদনের জন্য সরকারি ওয়েবসাইটটি হলো- www.passportindia.gov.in। এখানে গিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। এরপর লগ ইন করে সমস্ত তথ্য দিয়ে আবেদন করুন।