Realme গ্রাহকদের জন্য সুখবর দিলো কোম্পানি। শীঘ্রই রিয়েলমি বেশকিছু ফোনে লেটেস্ট অপারেটিং সিস্টেম আপডেট দেবে। কোম্পানির সিএমও, ফ্রান্সিস ওয়াং নিশ্চিত করেছেন যে, এই বছরে প্রো ও এক্স সিরিজের জন্য দুটি বড় আপডেট আসবে। সিএমও এর কথা অনুযায়ী, এবছরের মধ্যে Realme 2 Pro, Realme 3 Pro, Realme 5 Pro, Realme X, Realme X2, Realme XT, Realme X2 Pro ফোনে প্রথমে অ্যান্ড্রয়েড ১০ এবং পরে অ্যান্ড্রয়েড ১১ আপডেট চলে আসবে।
Realme X ফোনে শীঘ্রই আসছে বড় আপডেট :
কয়েকদিন আগে ‘AskMadhav’ সেশনে কোম্পানির সিইও মাধব শেঠ জানিয়েছেন, Realme X সিরিজের জন্য শীঘ্রই তারা বড় আপডেট আনবে। প্রসঙ্গত X সিরিজে আপাতত কোম্পানি ৪টি স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনগুলি অ্যান্ড্রয়েড ৯ পাই ভিত্তিক কাস্টম ওএস এ কাজ করে। তবে এরমধ্যে Realme XT ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১০ আপডেট চলে এসেছে। এছাড়াও আগামী মাসে Realme X এই আপডেট পাবে।
@MadhavSheth1 Hey! I recently bought Realme X2 launched with Android 9. As per your words in recent #AskMadhav episode you said 1android update will be given. Am I only getting Android 10?@FrancisRealme @heysiddi @nidhi_bhatia
— Dileep Nagamalla (@DileepNagamalla) January 28, 2020
Realme 3 Pro পাচ্ছে অ্যান্ড্রয়েড ১০ আপডেট :
এদিকে Realme 2 Pro, Realme 3 Pro, Realme 5 Pro ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১১ আপডেট আসাও নিশ্চিত করেছে কোম্পানি। তার আগে এই ফোনগুলিতে অ্যান্ড্রয়েড ১০ আপডেট আসবে। ইতিমধ্যেই রিয়েলমি ৩ প্রো অ্যান্ড্রয়েড ১০ আপডেট পেতেও শুরু করেছে।