দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন কোম্পানি স্যামসাং স্মার্টফোনের ডিজাইন ও নতুন টেকনোলজির উপর পরীক্ষা দিন দিন বাড়াচ্ছে। সম্প্রতি কোম্পানি একটি ইউনিক ডিজাইনের পেটেন্ট অনলাইনে ফাঁস হয়েছে। এই পেটেন্টে ( নকশা) দেখা যাচ্ছে যে গ্যালাক্সি সিরিজের এই স্মার্টফোনটিতে রাউন্ড এজের তিনটি ভিন্ন ভিন্ন ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও, এর নচের আকার অর্ধচন্দ্রের মতো।
পেটেন্টে পরিষ্কার যে, এই ফোনে দুটি সাব ডিসপ্লে থাকবে। যার একটি প্রাইমারি ডিসপ্লের নিচে ও উপরে লাগানো থাকবে। এছাড়াও এর প্রাইমারি ডিসপ্লে হবে সাব ডিসপ্লের থেকে বড়। পেটেন্টের বিবরণে বলা হয়েছে যে, ব্যবহারকারীরা এই ডিসপ্লের কানায় গোলাকার কার্ভড ডিজাইন পাবে।
প্রথমবার দেখা গেলো রাউন্ড নচ :
আমরা এতদিন ওয়াটারড্রপ নচ, বার নচ, পাঞ্চ হোল ডিসপ্লের ফোন দেখেছি। তবে গোলাকার নচের কোনো ফোন এখনও দেখিনি। স্যামসাং যদি এই ফোনের উপর কাজ শুরু করে, তবে তারাই হবে প্রথম কোম্পানি যারা এই ধরণের ফোন আনবে। ফোনটির প্রাইমারি ডিসপ্লে ছাড়াও সাব ডিসপ্লেতে কিছু ফাংশান থাকবে।
এই ফোনে স্পেশালাইজড সফ্টওয়্যার অপ্টিমাইজেশন দেখা যেতে পারে। এখন দেখার স্যামসাং কবে এই ফোন মার্কেটে আনে।