ফেসবুক-টুইটারের পর এবার ডেটা ব্রিচের অভিযোগ এল ভারতের অন্যতম বড় বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটের উপর। এই ডেটা লিকের ঘটনায় ভারতের প্রায় ১.২ মিলিয়ান স্পাইসজেট ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। সিকিউরিটি রিসার্চাররা স্পাইসজেটের সিস্টেম খুঁজে এই ব্যাপারে নিশ্চিত হন।
একটি বিবৃতিতে স্পাইসজেট জানিয়েছে, ” স্পাইসজেট বিমান যাত্রীদের সুরক্ষা এবং সিকিউরিটি সবথেকে উপরে রাখা হয়। আমাদের সিস্টেমগুলি সবসময় আপ-টু-ডেট থাকে এবং এ সিস্টেমের প্রাইভেসি উচ্চ মানের হয়।
১.২ মিলিয়ন যাত্রীর ব্যক্তিগত তথ্য স্পাইসজেটের একটি ব্যাকআপ ডেটাবেসে সংরক্ষিত রয়েছে। সিকিউরিটি রিসার্চাররা আমাদের সিস্টেম থেকে হ্যাকিং এর মাধ্যমে যে তথ্য পেয়েছেন সেটি কেবলমাত্র যাত্রীদের নাম, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস এবং তাদের জন্মতারিখ।” আবার অন্যদিকে সিকিউরিটি রিসার্চারদের দাবি স্পাইসজেটের সিস্টেম থেকে যেকোনো ব্যক্তিগত তথ্য সহজেই হ্যাক করে নেওয়া যায়। তাই তারা এই ব্যাপারে সিইআরটি-ইন্ডিয়াকে সতর্ক করেছে। কিন্তু এখনো এই ব্যাপারে সিইআরটির তরফ থেকে কোনো মতামত পাওয়া যায়নি।