সম্প্রতি আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন সূর্যপৃষ্ঠের এমন কিছু ছবি প্রকাশ করেছে যেগুলি আজ অবধি দেখা সম্ভব হয়নি। হাওয়াই দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হেলিয়াকালা সামিটে The Daniel K Inouye Solar Telescope ( DKIST ) এমন কিছু ছবি প্রকাশ্যে নিয়ে এসেছে। এই ছবিগুলি হাওয়াই দ্বীপপুঞ্জের ১০,০০০ ফুট উপর থেকে এবং ৯০ মাইল দূরত্ব থেকে তোলা হয়েছে।
১.৪ মিলিয়ন কিলোমিটার ব্যাস বিশিষ্ট এবং পৃথিবী থেকে ১৪৯ মিলিয়ন কিলোমিটার দূরে থাকা সূর্যের এরকম ছবি তোলা সত্যিই অভাবনীয়। সূর্যের এই ছবিতে কোশ আকৃতির অংশগুলি মূলত উত্তপ্ত গ্যাস অথবা প্লাজমার অংশবিশেষ। মাঝখানে সোনালি অংশগুলি একটু উপরের দিকে উঠে আছে; এবং পাশের কালো অংশগুলিতে প্লাজমা ঠান্ডা হওয়ার পর জমা হচ্ছে।
এই ছবিটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। ইন্টারনেটে এই ছবি নিয়ে অনেক ধরনের মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। যেখানে কয়েকজন এই ছবি তোলার জন্য NSF এর প্রশংসায় পঞ্চমুখ, সেখানেই আবার কয়েকজন সূর্যপৃষ্ঠের এই ছবিকে ভারতের বহুল প্রচলিত খাদ্য দ্রব্য চিক্কি বা বাদাম চিটের সঙ্গে তুলনা করেছেন।
The NSF’s Inouye Solar Telescope provides unprecedented close-ups of the sun’s surface, but ultimately it will measure the sun’s corona – no total solar eclipse required. 😎
More: https://t.co/UsOrXJHaY1 #SolarVision2020 pic.twitter.com/DO0vf9ZzKC
— National Science Foundation (@NSF) January 29, 2020